দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফের এক জনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে মৃত্যুসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৪ জনে।
এ সময় ৪৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে।
২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।
গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে আছে। গত মঙ্গলবার এবং বুধবার দেশে ৩৬ জন করে কোভিড রোগী শনাক্ত হয়েছিল, যা দুই বছরের মধ্যে সবচেয়ে কম। শনিবার একদিনে শনাক্ত হয় ২৮ জন রোগী। করোনা ভাইরাস মহামারীর শুরুর বছর ২০২০ সালের ৫ এপ্রিলের পর একদিনে এত কম রোগী শনাক্ত হয়নি।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।